নতুন উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষন ও ঋণ সহায়তার সুযোগ

বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত নতুন উদ্যোক্তা উন্নয়ন ও প্রশিক্ষণ
পরিচালনাকারী প্রতিষ্ঠান - মার্স সল্যুশনস লিঃ আয়োজিত
প্রতিটি জেলায় বাণিজ্যিকভাবে IT/ITES সার্ভিস ও প্রশিক্ষণ সেন্টার পরিচালনার জন্য
প্রশিক্ষণ ও ঋণ সহায়তার সুযোগ

বাংলাদেশের উন্নয়নের পথে সর্বস্তরের মানুষকে অন্তর্ভুক্তকরণের অংশ হিসেবে দেশের প্রতি জেলায় নতুন উদ্যোক্তা উন্নয়ন এবং বাণিজ্যিকভাবে IT/ITES সার্ভিস ও প্রশিক্ষণ সেন্টার পরিচালনার উদ্দেশ্যে মার্স সল্যুশনস লিঃ নতুন উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করছে। এই প্রশিক্ষণে অংশ গ্রহণকারী উদ্যোক্তাগণ বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত ১০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় শর্ত পূরণ সাপেক্ষে ঋণ প্রাপ্তি তে অগ্রাধিকার পাবেন।

প্রশিক্ষণে অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতাঃ এইচ এস সি বা সমমান উত্তীর্ণ, কম্পিউটার/আইটি ব্যবসায় আগ্রহ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে যুক্ত হওয়ার অঙ্গীকার।

আগ্রহী উদ্যোক্তা হিসাবে ১৮-৪৫ বছর বয়স সীমার মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ (দলগত ভাবে) উদ্যোক্তা দল গঠন করে প্রত্যেকের পূর্নাঙ্গ জীবন-বৃত্তান্ত, জাতীয় পরিচয় পত্রের কপি এবং ১কপি পাসপোর্ট সাইজের ছবিসহ কোন জেলায় ব্যবসা করতে আগ্রহী তা উল্লেখ করে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। সঠিকভাবে অনলাইনে আবেদনপত্র পূরণ, একক অথবা উদ্যোক্তা দলের প্রাথমিক যোগ্যতাবলে বিবেচিত হবে। আবেদন করার শেষ তারিখ ৩০ জুন ২০১৬।

যোগাযোগঃ মার্স সল্যুশনস লিঃ, ১০এ,বি, সেন্টার পয়েন্ট কনকর্ড, ১৪/এ, তেজকুনিপাড়া, ফার্মগেট, ঢাকা-১২১৫। অনলাইনে আবেদনঃ www.mars.com.bd, www.marstraining.com.bd/entrepreneur ই-মেইলঃ training@mars.com.bd, টেলিফোনঃ +৮৮ ০২ ৯১৩৬০৯১, ৯১৩৬০৯৩,মোবাইলঃ ০১৬৭৮২০২৩০০,০১৬৭৮২০২৩০৪,০১৬৭৮২০২৩১০,০১৬৭৮২০২৩২০,
০১৬৭৮২০২৩২২

Register Now

img





বাংলাদেশ ব্যাংক এর‘ কটেজ, মাইক্রো নতুন উদ্যোক্তা পূনঃঅর্থায়ন’ তহবিল ঘোষণা


বাংলাদেশ ব্যাংক ২০১৪ সালে ‘কটেজ, মাইক্রো নতুন উদ্যোক্তা পূনঃঅর্থায়ন’তহবিল ঘোষণা করে।

এই তহবিলের আওতায় ১৮-৪৫ বছর বয়সী কারিগরি শিক্ষা ও জ্ঞান সম্পন্ন যে কোন উদ্যোক্তা যারা পূর্বে ব্যাংক ঋণ গ্রহন করেননি, তাদেরকে শিল্প ও সেবা খাতে কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোগে ১০% সুদে সর্বোচ্য ১০ লক্ষ টাকা পর্যন্ত সহায়ক জামানত বিহীন ও সর্বোচ্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত জামানতসহ প্রদত্ত ঋণের বিপরীতে ১০০% পূনঃ অর্থায়ন সুবিধা প্রদান করা হচ্ছে।

আমরা মনে করি বাংলাদেশ ব্যাংকের এ মহতি উদ্যোগের ক্ষেত্রেও মার্স সল্যুশনস প্রশিক্ষণে নিয়োজিত থেকে নতুন উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে।

উল্লেখ্য যে স্বীকৃিত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাগণ এসএমই ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষনের অগ্রাধিকার প্রাপ্ত বিষয় বা খাতগুলো হচ্ছেঃ

  • নারী উদ্যোক্তা
  • উদ্ভাবনী ও সৃজনশীল উদ্যোগ
  • আইসিটি খাত
  • আমদানী বিকল্প উদ্যোগ
  • রপ্তানিমুখী উদ্যোগ
  • কারিগরী শিক্ষায় শিক্ষিত উদ্যোক্তাদের শিক্ষা সংশ্লিষ্ট উদ্যোগ

প্রশিক্ষণ ও ঋণগ্রহনের মাধ্যমে যারা নতুন উদ্যোগ গ্রহন করবেন তাদের কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠিত উদ্যোক্তা কর্তৃক পরামর্শ ও অন্যান্য সেবা (মেনটরশিপ) প্রদানের কর্মসূচি থাকবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইনকিউবেশন সেবা প্রদানেরও সুযোগ থাকবে।

ঋণ গ্রহণকারী উদ্যোক্তাদের ঋণ গ্রহন পরবর্তী ৩ বছর নিবিড় তত্ত্বাবধানে রাখা হবে। এ সময় ষাণ্মাসিক রিফ্রেশারস কোর্স আয়োজন করা হবে। উদ্যোক্তাদের ব্যবসায়িক অগ্রগতি জেনে ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হবে।

Register Now